চকরিয়া প্রতিনিধি:

তামাক খেতে শ্রমিকরা কাজ করতে গেলে নাকে গন্ধ অনুভুত হতে থাকে। গন্ধ কোত্থেকে আসছে খোঁজতে থাকে শ্রমিকরা। পরে তামাক খেতের ঝুপের মধ্যে ফুটফুটে একটি মৃত নবজাতক দেখতে পায়। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে। বুধবার সকাল ৮টার দিকে তামাক খেতে কাজ করতে গেলে অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করে শ্রমিকরা।

স্থানীয় মেম্বার মুজিবুল হক আজিজ জানান, বুধবার সকালে তামাক খেতে শ্রমিকরা কাজ করতে গেলে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করে। এসময় তারা ওই নবজাতকের লাশটি উদ্ধারের পর দাফন করে ফেলে। ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, তামাক খেতে একদিন বয়সি অজ্ঞাত এক নবজাতক লাশ উদ্ধার করেছে বলে শুনেছি। স্থানীয় লোকজন ওই নবজাতকটি দাফন করার পর পুলিশকে খবর দেয়। তারপরও নবজাতকটি কে বা কারা তামাক খেতে ফেলে রেখে গেছে খবর নেয়া হচ্ছে।