সিবিএন ডেস্ক
বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে এসেছেন এবং নির্বাচনে ভোট দিয়ে যাচ্ছিলেন তারা সবাই ভারতীয় নাগরিক এবং তাদেরকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক জনসভায় বক্তব্যে তিনি এমন ঘোষণা দেন।

দিল্লিতে সাম্প্রদায়িক সংঘাতের জন্য মোদি সরকারের সমালোচনা করেন মমতা, যেখানে এখন পর্যন্ত ৪২ লোক প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গকে আর একটি দিল্লিতে পরিণত হতে দেবো না।

মমতা বলেন, বাংলাদেশে থেকে যারা এসেছেন তারা ভারতের নাগরিক। তারা নাগরিকত্ব পেয়েছেন। তাদেরকে আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। তারা নির্বাচনে ভোট দিচ্ছেন। প্রধানমন্ত্রী, এমপি নির্বাচিত করেছেন।

“যারা এখন আপনাদেরকে নাগরিক বলে অস্বীকার করছে, তাদের বিশ্বাস করবেন না।”

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, একজন ব্যক্তিকেও পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গে বসবাসরত কোনো শরণার্থী নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে না।