আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস যেন বন্দিদের মাঝেও ছড়িয়ে না পড়ে, সেজন্য ৫৪ হাজারেরও বেশি বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান।

তবে যেসব বন্দি পাঁচ বছরের বেশি সাজা ভোগ করছেন, তারা আপাতত মুক্তি পাচ্ছেন না। দেশটির বিচার বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসেইন ইসমাইলি বলেছেন, কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষায় যাদের ফলাফল নেগেটিভ এসেছে তাদের সাময়িকভাবে ছেড়ে দেয়া হয়েছে। এখন তারা জামিনে থাকবেন।

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, ইরানে বন্দি ব্রিটিশ-ইরানিয়ান দাতব্য কর্মী নাজানীন জাঘারি-র‌্যাটক্লিফও খুবই শিগগিরই মুক্তি পাচ্ছেন। আজ অথবা কাল তিনি মুক্তি পেতেন পারেন।

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮। বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৭০। সেখানে মারা গেছে ২ হাজার ৯৮১ জন। চীনের পর সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইরানে। সেখানে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৬।

প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ জন এমপি আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আব্দুল রেজা মিসরি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। করোনা সংক্রমণের আশঙ্কায় গত কয়েকদিন ধরে দেশটির পার্লামেন্টের অধিবেশন স্থগিত রয়েছে।

২৯০ সদস্যের ইরানের পার্লামেন্টের এই স্পিকার বলেছেন, নমুনা পরীক্ষায় ২৩ সংসদ সদস্যের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এর আগে, সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়।

গত শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক প্রাণ হারান।

দেশটির করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিরসি, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সংক্রমিত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার দেশটির সাবেক বিচারবিষয়ক মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোর মোহাম্মদি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় হাসপাতালে ভর্তি হন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩১ জন।