ইমাম খাইর, সিবিএন
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বিকালে সমিতির মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুন:নির্বাচিত সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন।
সমিতির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী।
পরে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ’কে বিদায়ী সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন সমিতির হিসাবসহ ব্যাংকে গচ্ছিত টাকা পয়সার চেক, পে-অর্ডার ও দায়িত্ব বুঝিয়ে দেন। নবনির্বাচিত পরিষদের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক।
গত ২৯ ফেব্রুয়ারী জেলা বারের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ১৭ পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি-সম্পাদকসহ ৯ পদ, একটি সিনিয়র সহসভাপতি পদসহ বিএনপি-জামাত সমর্থিত প্যানেল ৮টি পদে বিজয়ী হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিতরা হলেন – অ্যাডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন সভাপতি, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট কফিল উদ্দিন সহ সভাপতি, অ্যাডভোকেট হোসেন রাহাত ফিরোজ সহসাধারণ সম্পাদক (সাধারণ), অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন সহ সাধারণ সম্পাদক (হিসাব), সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী, অ্যাডভোকেট রফিক উদ্দিন, অ্যাডভোকেট নাহিদা খানম কক্সী।
জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্টের মোর্শেদ-তাওহীদ প্যানেলের বিজয়ীরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ সাদেক উল্লাহ সিনিয়র সহসভাপতি, অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক, অ্যাডভোকেট কুতুব উদ্দিন আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, অ্যাডভোকেট ছৈয়দ আলম-২ অ্যাডভোকেট আবুল কাসেম মোহাম্মদ জুনাইদ, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অ্যাডভোকেট সব্বির আহমদ।