সিবিএন ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সূচনাটা দারুণ ছিল বাংলাদেশের। দ্রুত দুই রান আউটে সেই স্বস্তি রুপ নিয়েছিল অস্বস্তিতে। তবে তামিম ইকবালের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে যাচ্ছে স্বাগতিকরা। টস জিতে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২১.৩ ওভারে ১২৬ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল (৬৯) ও মুশফিকুর রহিম (৩৯)।

শুরুটা ভালো হতো যদি উদ্বোধনী জুটি আরও স্থায়ী হতো। দুর্ভাগ্যের শিকার লিটন রান আউট হয়েছেন অদ্ভূতভাবে। ৬.৩ ওভারে নন স্ট্রাইকিং প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তখন তামিমের খেলা শটই বিপদ ডেকে আনে তার! বলটি বোলার মাম্বার হাতে লেগে আঘাত হানে স্টাম্পে। লিটন ফিরেছেন ৯ রান করে।

বেশ কিছুদিন ধরে তামিম ইকবালের স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হচ্ছে বেশি। প্রথম ওয়ানডেতেও একই ধারায় ব্যাট করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য খোলস ছেড়ে বের হয়ে এসেছেন বাঁহাতি ওপেনার। আগ্রাসী মনোভাবে খেলে এগিয়ে নিচ্ছেন দলকে। ৭ ইনিংস পর দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির। এটি তার ক্যারিয়ারের ৪৮তম। তার আগ্রাসী মনোভাবে প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটে এসেছে ৬৫ রান।

পরের রান আউটটি ছিল ভুল বোঝাবুঝি। স্ট্রাইকে থাকা নাজমুল হোসেন রান নিতে চাননি শুরুতে। তামিম দৌড় দিলে নাজমুল হোসেন দ্বিধাদ্বন্দ্বে বিলম্ব করে ফেলেন। রান আউটে নাজমুল ফেরেন ৬ রানে।