মনসুর আহম্মেদ, রাঙ্গামাটি
ইউপিডিএফের সাবেক আহবায়ক তপণ জ্যোতি চাকমা বর্মাসহ ৪ পাহাড়ী ও ১ বাঙ্গালী হত্যা মামলার অন্যতম আসামী দিগন্ত চাকমা (৩১)কে গ্রেফতার করেছে নানিয়ারচর সেনা জোন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২মার্চ রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ৩মার্চ মঙ্গলবার তাকে নানিয়ার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, আটক দিগন্ত চাকমা দীর্ঘদিন যাবৎ নানিয়ারচর ১৭মাইল,১৮মাইল,বেতছড়ি ও কেংগালছড়ি এলাকায় ইউপিডিএফের হত্যা অপহরণ ও চাদাবাজিসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত।
এছাড়া সে গত ১ ফেব্রুয়ারী দিশানপাড়া এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ী বাঙ্গালীদের মধ্যে সাম্প্রায়িক দাঙ্গা সৃষ্টির পেছনে সক্রিয় ভূমিকা পালন করে।
এঘটনায় ১৩জন বাঙ্গালী আহত হয় এবং ৪ মে ২০১৮ কেংগালছড়ি এলাকায় সংঘটিত ইউপিডিএফ নেতা তপণ জ্যোতি চাকমা বর্মসহ ৪জন পাহাড়ী ও ১জন বাঙ্গালী হত্যাকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহন করে বলে জানা যায়।