নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে দৈনিক সময়ের আলো পত্রিকার ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। সোমবার (২ফেব্রুয়ারী) কক্সবাজার প্রেস ক্লাব হল রুমে বর্ষপূর্তির অনুষ্টান পালন করা হয়। সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম মোঃ রাশেদ এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে.কর্ণেল (অব.)ফোরকান আহমদ এলডিএমসি, পিএসসি।

তিনি বক্তব্যে বলেন,সময়ের প্রেরিপেক্ষিতে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সংখ্যা বেড়ে চলছে। এছাড়াও রয়েছে বিভিন্ন কোম্পনীর স্যাটেলাইট চ্যানেল। পত্রিকা ও টিভি বাড়লেও বাড়েনি সাংবাদিকতার মান।  আমার আশা ও বিশ^াস নতুনভাবে প্রকাশ পাওয়া সময়ের আলো পত্রিকা ও তাদের প্রতিনিধিগণ বস্তুনিষ্টতা বজায় রেখে কাজ করবে। আমি, আমার অফিস ও আমার কোন কর্মকর্তা বা কর্মচারী দূর্নীতি আর অনিয়মে জড়িত থাকলে সংকোচ ছাড়াই কলম চালান। যদি শুধু মাত্র টাকার আশায় কোন ধরণের মানহানীকর সংবাদ প্রকাশ করা হয় তাতে আমি নয় শুধু রাষ্ট্রেরও অনেক ক্ষতি হয়। তাই সাংবাদিকতার মান বজায় রেখে সংবাদ পরিবেশন করা উচিত। সময়ের আলো থেকে আমরা তাই আশা করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি (আংশিক) মুহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ, দৈনিক দেশবিদেশ পত্রিকার সম্পাদক আইনবিদ আইয়ুবুল ইসলাম, রাজনীতিবিদ ও সাবেক ছাত্র নেতা ওসমাণ গণি, এনটিভির প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এমআর খোকন, মানবজমিনের স্টাফ রিপোর্টার কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাশেল চৌধুরী, উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি কক্সবাজার একাত্তর পত্রিকার বার্তা সম্পাদক স.ম ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, উশু ফাউন্ডেশনের সভাপতি জিএম রুস্তুম প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর নাছিমা আকতার বকুল,আরটিভির প্রতিনিধি সাইফুর রহীম শাহিন, চ্যানেল আই এ সরওয়ার আজম মানিক, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপিকা রোমেনা আক্তার, দেশবিদেশ পত্রিকার সিনিয়র প্রতিবেদক শহিদুল্লাহ কায়সার ,দৈনিক বনিকবার্তার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, সেভ দ্যা নেচারের চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, ডেইলি সানের প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, দৈনিক সমুদ্রকন্ঠের সাহিত্য সম্পাদক চৌধুরী প্রদীপ গায়েন, দৈনিক হিমছড়ির ডেস্ক প্রধান ছৈয়দ আলম, সাংবাদিক ফরিদ উদ্দিন, আমার সময়ের শিপন পাল, সাংবাদিক দিদারুল ইসলাম, রূপসীগ্রামের সিনিয়র প্রতিবেদক শাহনিয়াজ, সমুদ্রকন্ঠের রিপোর্টার মাজেদ চৌধুরী, রুস্তুম রানা, রিদুয়ানুল হক, আলমগীর হোসেন, সময়ের আলোর পেকুয়া প্রতিনিধি ও দৈনিক বাঁকখালীর স্টাফ রিপোর্টার মো:ফারুক, দৈনিক সকালের কক্সবাজার এর কল্লোল চৌধুরী, দৈনিক হিমছড়ির প্রতিবেদক তারেকুল ইসলাম, রূপসীগ্রামের প্রতিবেদক মো:ফারুখ, ছাত্রলীগ নেতা বিপ্লব মুন্ন,স্বপ্নজালের প্রতিষ্ঠাতা সভাপতি শাকির আলম, জেলা ছাত্রলীগের সদস্য মো:মার্শাল চৌধুরী, ওয়াচপ্যালেসের মালিক গিয়াস উদ্দিন খোকন,ব্যাচ ২০০১ এর মো:শওকত আজম, মো:জাহিদুল ইসলাম রিটন, মনছুর আলম, তৌহিদুল ইসলাম, মো:আজিমুল হক, ফেন্ডস সোসাইটির সভাপতি জাবেদুল ইসলাম জাবেদ, লিটন,আলাউদ্দিন সিকদার, কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী ফারজানা আক্তার, সুর্মি পাল, সুফিয়া খানম তৃষা, পূর্জা শর্মা, ছাত্রলীগ নেতা জামি,হামিদুল হক, কফিল উদ্দিন, সমুদ্রকন্ঠের হ্নীলা প্রতিনিধি শেখ রাসেল, মিজানুর রহমান, সেলুন সমিতির নেতা রবি শর্মা, ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্পাদক ইনতিসার সিদ্দিকী সাজিন, গালিব মো:মাহিন, মো:জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা রানা দাশ, জাহেদুল করিম, বিজয় দে প্রমুখ। বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা হয়। তারপর কক্সবাজারের বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান সময়ের আলোকে। পরে কউক চেয়ারম্যান যুগ্ন-সচিবের পদমর্যদায় উন্নতি হওয়ায় সময়ের আলোর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।