নিজস্ব প্রতিবেদক:
পাহাড় কেটে বালি বিক্রির সময় হাতেনাতে ৩টি পিকআপ (ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগ। গত ১ মার্চ রাতে এবং ২৭ ফেব্রুয়ারি পৃথক অভিযান চালিয়ে পাহাড়ের বালি ভর্তি গাড়ি ৩টি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।

তিনি জানান, কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জের পিএমখালী, খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় পাহাড় কেটে মাটি ও বালি বিক্রির সংবাদ পেয়ে অভিযানে গেলে গাড়ি ৩টি হাতেনাতে পেয়ে জব্দ করা হয়েছে। বর্তমানে গাড়ি তিনটি যথাক্রমে চট্রমেট্রো-ট-১১-০১০৩, চট্রমেট্রো-অ/৯৯৪ ও চট্রমেট্রো-অ/৩২৩ বন বিভাগের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেয়া হবে।