শ্যামল রুদ্র, খাগড়াছড়ি :
বেসরকারী ব্যাংকিং জগতের শীর্ষে থাকা‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর এজেন্ট শাখা মানিকছড়িতে ২ মার্চ দুপুর ১২টায় উদ্বোধন করা হয়েছে।

জানা যায় , ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কার্যক্রম দ্রুত সময়ে দেশের তৃণমূল পর্যায়ে পৌছে দিতে দেশব্যাপি ইসলামী ব্যাংকের ‘এজেন্ট’ শাখা বিস্তার লাভ করছে। এরই অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফটিকছড়ি শাখার অধীনস্থ খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়িতে ব্যাংক এর এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চট্টগ্রাম উত্তর জোনের এস,ভিপি ও জোন প্রধান মো. নাইয়ার আজম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মানিকছড়ি থানার সাব ইন্সেপেক্টর কাজী শাহনেওয়াজ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ফটিকছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আল-কাদেরী, মানিকছড়ি বাজার সভাপতি রুপেন পাল, সেক্রেটারী মো. নুরুল ইসলাম, ব্যবসায়ী তুষার পাল, রুপেশ মল্লিক, ডা. অমর কান্তি দত্ত, ডা. মো. রমজান আলী, মো. আকতার হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ সভাপতি মো. জামাল উদ্দীন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফটিকছড়ি শাখার অফিসার মো. ইউনুচ, ছালাহ উদ্দীন, মো. হাসান মো. নুরুল মোস্তফা,জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মো. মহিব্বুল আলম চৌধুরী, সহকারী অফিসার হাসনাত জামান ও এজেন্ট মো. আবদুল মালেক মানিক প্রমূখ।

বক্তারা বলেন, বেসরকারী খাতে খুব দ্রুত সময়ে তৃণমূল পর্যায়সহ গ্রাহকের মন জয়করা ইসলামী ব্যাংক আজ পার্বত্য এ জনপদে ব্যাংকিং সেবা পৌছে দিতে এসেছে। এতে করে এ অঞ্চল এক ধাপ এগিয়ে গেল। ব্যবসায়ী ও গ্রাহক বান্ধন এ প্রতিষ্ঠান ইতোমধ্যে মানুষের হৃদয় জয় করে নিয়েছে। পরে সভাপতি, প্রধান অতিথিসহ অন্যান্য উপস্থিত অতিথিরা ফিতা কেটে ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করেন এবং দুপুরের খাবারে অংশ নেন।