জে.জাহেদ, চট্টগ্রাম:

চসিক নিবার্চনে মেয়রসহ অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে।

শিল্পকলা একাডেমিতে রবিবার সকাল থেকেই শুরু হয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও ইসলামী ফ্রন্টের প্রার্থী আল্লামা এমএ মতিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এছাড়া মেয়র পদে ৯ প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

তারা হলেন- খোকন চৌধুরী ও মো. তানজির আবেদীন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, পরদিন ৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।