এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া
সদ্য ঘোষিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ের বাংলাদেশ একেএইচ আবাসিক স্কুল এন্ড কলেজ। পিইসি পরীক্ষার ফলাফলে ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তৎমধ্যে একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে অন্যজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। শুধূ তাইনয় এ প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অনুষ্ঠিত বাংলাদেশ একেএইচ আবাসিক স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তিপ্রাপ্ত দুইজন ছাড়াও পিইসি’তে প্রতিষ্ঠানটির পাশের হার ছিল শতভাগ।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নাম সোবাহ বিনতে জিয়া। সে বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জিয়াউল হকের কন্যা। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নাম নাফিসা মালিয়া শিফা। সে একই ওয়ার্ডের বাসিন্দা মো. আনচার উদ্দিনের কন্যা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার কবির আহামদের নাতী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নাসির উদিন বলেন, বাংলাদেশ একেএইচ আবাসিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকেই দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে শ্রেণী কক্ষে এ প্রতিষ্ঠানের পাশের হার শতভাগ। সদ্য ঘোষিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফলে এ প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তৎমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে। আগামীতে আরো উন্নত ফলাফল উপহার দিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।