মৎস্যজীবী দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালন করেছে কক্সবাজার জেলা মৎস্যজীবী দল। এউপলক্ষে আজ বিকেল তিনটায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, আওয়ামীলীগ হচ্ছে একটি স্বৈরাচারী দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সুষ্ঠু নির্বাচনেও তাদের বিশ্বাস নেই। মুখে গণতন্ত্রের কথা বললেও মনে মনে স্বৈরতন্ত্র লালন করে।
তারা জানে সুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণ তাদের প্রত্যাখ্যান করে। তাই আওয়ামী লীগ গণতন্ত্রের পথে না হেঁটে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের অগণিত নেতাকর্মী ও সমর্থক যারা যুগে যুগে দেশের ক্রান্তিলগ্নে ঐতিহাসিক ভূমিকা পালন করতে পিছপা হয়নি। বর্তমান পরিস্থিতিতেও গণতন্ত্র ও দেশ রক্ষায় শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে আওয়ামীলীগের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে মৎস্যজীবী দলের নেতাকর্মীদের রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিশাল কেক কেটে সবাইকে কেক খাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর সালামত উল্লাহ বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য হামিদ উদ্দিন ইউছুপ গুন্নু, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন বাবুল, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর হুমায়রা বেগম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক রাশেদ, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রোমন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বজলুল হুদা ভোলা মাঝি, পৌর মৎস্যজীবী দলের সভাপতি জাফর হেলালি, টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শামসুল আলম মেম্বার, টেকনাফ পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ তৈয়ব, সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি দুদু মিয়া, জেলা যুগ্ন আহবায়ক আবু তাহের, হুমায়ুন কবির লেদু, আব্দুল আজিজ, মোহাম্মদ রফিকসহ মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।