সংবাদ বিজ্ঞপ্তি
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সদ্য ঘোষিত ফলাফলে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখা থেকে বৃত্তি পেয়েছে ১৪ শিক্ষার্থী।
তৎমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২ জন শিক্ষার্থী।
ট্যালেণ্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্রবৃন্দ
১. ফায়সাল
২. মোহাম্মদ আম্মার
৩.আবু বকর ছিদ্দীক নাবিল
৪. আবু হোজাইফা মোঃ লাবিদ
৫.আশফাকুল ইসলাম জিদান
৬.হুজাইফ বিন হামিদ
৭. নুর কামাল
৮. সাদমান হোসাইন
৯. রামিম হাসান
১০. সাআদ বিন সাঈফ
১১. মোহাম্মদ মিশাআল
১২. মোহাম্মদ হোসাইন
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো
১. আজমাইন আবরার লাবিব
২. আরাফাত উল্লাহ
২০১৯ সালে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় প্রতিষ্ঠানটির পাশের হার ছিল শতভাগ।
এই ধারাবাহিক সাফল্যের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন প্রিন্সিপাল মাওলানা হাফেজ রিয়াদ হায়দার।
তিনব সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সাথে আগামীতে আরো উন্নত ফলাফল উপহার দিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন রিয়াদ হায়দার।