করোনাভাইরাস একবার যদি এদেশে প্রবেশ করে তাহলে কী হবে,এটা কল্পনা করতে গা শিউরে ওঠে!
আলোর বেগে এই দেশে করোনা ছড়াবে । পথে ঘাটে করোনায় আক্রান্ত রোগী পড়ে থাকবে ।  হাসপাতালগুলোতে সিট মিলবে না, মিলবে না চিকিৎসা। এতো লক্ষ রোগী চিকিৎসা দেয়ার সামর্থ্যই তো বাংলাদেশের নেই, আপনি কোথায় পালাবেন? কোন দেশে যাবেন?

করোনা আসার আগেই দুইটাকার মাস্কের দাম যদি হয় সত্তর টাকা তবে একবার করোনা ছড়ালে কি অবস্থা হবে কেউ চিন্তা করতে পারছেন তো? জ্বর মাপার থার্মমিটার কিনতে গেলেই জায়গা জমি বিক্রি করে দিতে হবে, খাবারের দাম বেড়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। করোনায় না মরলেও, না খেয়ে মরবেন এটা সুনিশ্চিত।

সরকারকে বলবো—সীমান্ত সুরক্ষিত করুন। এয়ারপোর্ট, বন্দর, বর্ডারে রেড এলার্ট জারি করুন। প্রতিটি যাত্রীর করোনা ভাইরাস শনাক্তকরণ পদ্ধতি নিশ্চিত করুন। সর্বোপরি, প্রধানমন্ত্রীর নির্দেশের আশায় বসে না থেকে অন্তত এইবার মহামারী ঠেকাতে যে যার অবস্থান থেকে নূন্যতম দায়িত্বটুকু পালন করুন। একটু খামখেয়ালী মানেই দেশজুড়ে মহামারী।

Saimoun Morshed Riad
Mobile;-01864428434