মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরিক্ষায় সদ্য ঘোষিত ফলাফলে চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউট থেকে বৃত্তি পেয়েছে ১১ শিক্ষার্থী। তৎমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
২০১৯ সালে ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউট থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় মোট ৩৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। বৃত্তিপ্রাপ্ত ছাড়াও পিইসি’তে প্রতিষ্ঠানটির পাশের হার ছিল শতভাগ।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ শিক্ষার্থীরা হলো- মৌমিতা আলম আকসা, আকিলা তাফাক্কির আকিকা, মাহবুবা সুলতানা আফ্রিন, নানজীবা চৌধুরী সাবা, কাউছার জান্নাত নিশাত ও রবিউল আলম মারুফ।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫ শিক্ষার্থীরা হলো- ফাইরুজ মমতাজ ফাইজা, রুবাবা ইসলাম তাহিয়াত, তাসকিন আপনান, আবদুল্লাহ মোহাম্মদ জায়েদ ও আবিয়াত-ই আলম।
আগামীতে আরো উন্নত ফলাফল উপহার দিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউট সংশ্লিষ্টরা।