প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি, উদ্বোধক জেলা প্রশাসক মো. কামাল হোসেন

নীতিশ বড়ুয়া, রামু :

কক্সবাজারের রামুতে উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মূলপর্ব শুরু হবে বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারী) থেকে। প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরুর শবদেহ চন্দন কাঠের আগুনে পুড়িয়ে দাহক্রিয়া সম্পন্ন হবে আগামী ২৯ ফেব্রুয়ারি। বৃহষ্পতিবার দুপুর ২ টায় প্রয়াত উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের শবদেহ সহকারে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার সর্বশেষ প্রস্তুতি সভা গতকাল বুধবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনে উপদেষ্টা পরিষদ, কার্যকরি পরিষদ, বিভিন্ন উপ-পরিষদের কর্মকর্তা ও গ্রামবাসি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে বাঁশ, কাঠ, ও রঙ্গিন কাগজের কারুকার্যে তৈরী হয়েছে বিশাল আলং। এছাড়া প্রয়াত ভন্তের শবদেহ রাখার দোলনা আলং, গ্রামভিত্তিক দলীয় নৃত্যের ১০টি নৃত্যালং, অণিত্য ও ধর্মসভার জন্য তিনশ ফুট দৈর্ঘ্য-আড়াইশ ফুট প্রস্থ বিশাল প্যান্ডেল, বৌদ্ধ ভিক্ষু ও আমন্ত্রিত অতিথিদের পৃথক মঞ্চ, অতিথি ভোজনের খাবার প্যান্ডেল, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জীবন ভিত্তিক আলোক চিত্র প্রদর্শনের প্যান্ডেল, চিকিৎসা ক্যাম্প, আইনশৃংখলা রক্ষায় পুলিশ ক্যাম্প স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে রামু বাইপাস সংলগ্ন মেরংলোয়া বিলের ৪০ একর জায়গা জুড়ে বসেছে সম্প্রীতির মেলা।

উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি প্রিয়রতœ মহাথের, নির্বাহী সভাপতি ভিক্ষু সুনন্দপ্রিয় থের ও প্রধান সমন্বয়কারী তরুণ বড়–য়া জানান- অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ভিক্ষু ছাড়াও আমেরিকা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালী, মিয়ানমার, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ডসহ বিভিন্ন বৌদ্ধ প্রতীম রাষ্ট্র থেকে হাজারো বৌদ্ধ ভিক্ষু রামু-কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ বিহারে অবস্থান করছেন। এছাড়া ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি তিনদিন প্রয়াত ধর্মীয়গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে শেষ শ্রদ্ধা জানাতে দেশ-বিদেশের হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহন অনুষ্ঠানকে মহা-সম্মেলনে পরিনত হবে। তাঁরা জানান, ৩ দিন ব্যাপী মহতী ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে, বৃহষ্পতিবার দুপুর ২ টায় প্রয়াত উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের শবদেহ নিয়ে র‌্যালী সহকারে অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে শুভযাত্রা, বিকাল ৩ টায় উদযাপন পরিষদের সদস্যদের ব্যাজ প্রদান। সাড়ে ৩ টায় উদ্বোধনী সভা। সভায় আশীর্বাদক থাকবেন, ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মরতœ মহাথের। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। উদ্বোধক থাকবেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। বিশেষ অতিথি থাকবেন, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ চৌধুরী, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু সহকারি কমিশনার (ভূমি) চাইথোয়াইহ্লা চৌধুরী, রামু থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়–য়া, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল বড়–য়া, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবাইদুল হক, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মো. নুরুল ইসলাম, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ জেয়ারম্যান ফরিদুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শিল্পপতি দয়াল বড়–য়া, এড. দীপঙ্কর বড়–য়া পিন্টু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবুল শর্মা, চট্টগ্রামের ডা. বিদ্যুৎ বড়–য়া, উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের প্রদীপ কুমার বড়–য়া। স্বাগত বক্তব্য রাখবেন উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুন বড়–য়া। সভায় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আলেম সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৭ টায় উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের নিবার্ণ সুখ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।

উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু বড়–য়া ও যুগ্ম সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু জানান, অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে রামুতে সম্প্রীতির মেলার গত ৬ দিন অত্যন্ত শান্তিপুর্ণ ও সফল ভাবে সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রুয়ারি থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার মূলপর্ব শুরু হবে। ৮ দিন ব্যাপী অনুষ্ঠানের শান্তিপুর্ণ ও সফল ভাবে সম্পন্ন করতে কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আবুল খায়েরে নেতৃত্বে পুলিশ সদস্যরা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় রয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে আয়োজিত সম্প্রীতি মেলায় প্রতিদিন সার্কাস, মুত্যুকুপ, ওয়াটাররেস, নাগরদোলাসহ শিশুদের বিভিন্ন বিনোদন এবং দেশী-বিদেশী পণ্যের দু’শতাধিক স্টলে শিশু, কিশোর, নারী, পুরুষ দিনদিন প্রচুর ভিড় করছে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রয়েছে। অনুষ্ঠানের সমাপনি পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে সফলতার সাথে সমাপ্ত করতে আয়োজকরা প্রশাসনসহ জাতি, ধর্ম নির্বিশেষে অতীতের মতো সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।