মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

মুজিব শতবর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বান্দরবানের লামা উপজেলার আবাসিক ছাত্রাবাস, এতিমখানা, হেফজখানা ও শিশু সদনসহ ৯ শিক্ষা প্রতিষ্ঠানের শীতার্ত শিক্ষার্থীদের মাঝে ৭৫০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় জি আর খাত থেকে বুধবার দুপুরে জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধানদের হাতে কম্বল তুলে দিয়ে বিতরণ উদ্বোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবাসিক ছাত্রবাস, মহামুনি শিশু সদন, মধুঝিরি নুরানী একাডেমী ও এতিমখানা, তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মেরাখোলা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, ত্রিশডেবা জীনামেজু অনাথ আশ্রম, সুর্যালো শিশু সদন, রুংলন থারবা ছাত্রাবাস, ফাইতং নয়াপাড়া ইসলামী শিশু সদনে এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এ সময় পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুসাং মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সুন্দরী মার্মা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছাত্রলীগের সভাপতি মংক্যহ্ণা মার্মা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় এ কম্বল বিতরণের উদ্যোগে নেন।