বলরাম দাশ অনুপম :
কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে নতুন সড়ক পরিবহণ আইনের সচেতনতা কার্যক্রম কমূসচি পালিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে কলাতলী মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয় কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। জেলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকের নেতৃত্বে নতুন সড়ক পরিবহণ আইনের উপর সচেতনা বাড়ানোর জন্য যানবাহন চালক, পর্যটক ও স্থানীয়দের মাঝে লিপলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এসএম জালাল উদ্দিন ও টিএসআই আবদুর রহিমসহ অন্যান্য কর্মকর্তারা।