এফ এম সুমন, পেকুয়া:
পেকুয়ায় প্রায় ৪ একর লবণের মাঠের লবণ উৎপাদন কাজে ব্যবহৃত পলিথিন রাতের আধাঁরে কেটে দিয়েছে দূর্বৃত্তরা। ২২ ফেব্রুয়ারী দিবাগত উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া এলাকায় গভীর রাতে একদল দুর্বৃত্ত লবণচাষীদের এসব পলিথিন কেটে দেয় বলে জানিয়েছন ভুক্তভোগীরা। এতে লবণচাষীদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এক দিকে লবণের বর্তমান মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি সেখানে লাখ টাকার ক্ষতির ফলে লবণ চাষ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থাণীয় মৃত আব্দুল করিমের পুত্র হাজ্বী মোহাম্মদ হাছান। সে আরো বলেন পূর্বশুক্রতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় একটি চক্র। তারা ইতিপূর্বে আরো কয়েকবার করে ক্ষান্ত হয়নি এবারও পুনরায় ঘটিয়ে ক্ষতি সাধন করেছে। এদিকে এঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত শাস্তি দাবী করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য উসমান গণি বলেন, রাতের আধাঁরে এভাবে কৃষকের এতোবড় ক্ষতিসাধন করা অনেক বড় অপরাধ। তিনি এ ঘটনার দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।