মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু :
রামুতে এসএসসি ও দাখিল পরীক্ষার হল পরিদর্শকের সম্মানী ভাতা কম প্রদানের অভিযোগ উঠেছে।
জানা যায়, রামুতে এসএসসি ও দাখিল পরীক্ষার ৬টি কেন্দ্র থাকলেও কিছু কিছু কেন্দ্রে হল পরিদর্শকের সম্মানী ভাতা অত্যন্ত কম।কেন্দ্রগুলো হলো- রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ‍্যালয় (৬৬১ জন পরীক্ষার্থী)(কারিগরী-খিজারীও বালিকা-২১৩জন)(রামু উচ্চ বালিকা বিদ‍্যালয়-৫৮৯জন)(টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট-২১১জন) (মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা-(৩৮২জন)(গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসা-১৫১ জন)। বোর্ডের নির্ধারিত কেন্দ্র ফি ৪০০ টাকা নেয়া হলেও টাকাগুলো যথাযথ ভাবে খরচ না করে হল সচিবদের পকেট ভারী করার জন‍্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।এখনও পর্যন্ত একাধিক কেন্দ্রের অনেক হল পরিদর্শক তাদের পারিশ্রমিক না নিয়ে নীরবে প্রতিবাদ করে চলে গেছেন। এ ব্যাপারে হল পরিদর্শকরা ইউএনও’র  সিন্ধান্তের অপেক্ষায় ।

সূত্রে আরও জানা যায়, একযুগ আগেও ছিল ১৫০ টাকা সম্মানী আর বর্তমান ডিজিটাল যুগেও তা। কিন্তু ঢাকা-চট্টগ্রামে হল পরিদর্শকদের ৩০০ টাকা দেয়া হলেও রামুতে ১৫০ টাকা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সচিবরা। আরো জানা যায়, রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে ২৫০ টাকা করে দেয়া হয়েছে। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, হল পরিদর্শকের সম্মানী বাড়িয়ে দেওয়ার জন্য বলে দেয়া হয়েছে। এ ব্যাপারে  রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ‍্যালয়ের কেন্দ্র সচিব হোসাইনুল ইসলাম মাতবরের কাছে  জানতে চাইলে তিনি বলেন, ইউএনও মহোদয়ের সিন্ধান্তে ১৬০ টাকা করে হল পরিদর্শকের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।

একাধিক হল পরিদর্শকরা জানান ,  আমরা মাত্র ১০টাকা বাড়ানোর কথায় অপমান বোধ করছি।এটা এক প্রকার কেন্দ্র সচিবদের ষড়যন্ত্র।