মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল “অরুণোদয়” পরিদর্শন করেছেন। ২৩ ফেব্রুয়ারী রোববার সকালে দুদক কমিশনার ও জাতীয় স্কাউটসের প্রধান কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান অরুণোদয়ে গেলে তাঁকে সেখানকার শিক্ষার্থীরা উঞ্চ অভ্যর্থনা জানান। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল “অরুণোদয়” এর বিভিন্ন শাখা ঘুরে ফিরে দেখেন। বিশেষায়িত স্কুল “অরুণোদয়” এর সার্বিক কার্যক্রম দেখে অভিভূত হন এবং এ প্রতিষ্ঠান সারাদেশে একটি মডেল হবে বলে দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি অরুণোদয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন এবং কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে ফটোসেশনে মিলিত হন। পরিদর্শনকালে দুদক কমিশনার ড. মোজাম্মেল হকের সাথে অরুণোদয়ের প্রতিষ্ঠাতা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অরুণোদয় এর প্রধান শিক্ষক শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।