প্রেস বিজ্ঞপ্তিঃ
শিক্ষা ও সমাজ সেবামূলক অরাজনৈতিক সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যোগে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কক্সবাজারের লিংক রোডস্থ ক্লাবের প্রধান কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম রিদওয়ানুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল করিম, প্রধান আলোচক কক্স ভিউ ডান্স এন্ড প্যাকেজ মিউজিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য সুজীত বিশ্বাস, ডাঃ আলম, কক্সবাজার জেলা টাইলস ফিটার ঐক্য পরিষদের সভাপতি মোঃ মনির উদ্দিন মিন্টু, আলোর প্রতিভা মানবিক কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এস এমডি মনির মিয়া, বক্তব্য রাখেন অাবদু ছালাম, ক্লাবের সহ-সভাপতি দিল মোঃ শাহা আলম, ক্রীড়া সম্পাদক মোঃ আল আবিদ।
সভায় উপস্থিত ছিলেন -যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের অফিস সহকারী মোঃ রফিক, কক্স ভিউ ডান্স এন্ড প্যাকেজ মিউজিক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, শাখাওয়াত হোসেন, মোঃ আবু আজাদ খান, মোঃ আনিসুর রহমান, মোঃ ইব্রাহীম, মোঃ আব্দুর রহিম, মোঃ ফিরোজ, মোঃ আলী, মোঃ মুন্না, লুৎফুর রহমান, উৎস মল্লিক, নিশান বড়ুয়াসহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথি এসময় ফিতা কেটে অনলাইন কক্স টিভির স্টুডিও কক্ষ উদ্বোধন করেন। সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সংগীত সংকলক মোঃ মোসলেহ উদ্দিন।