প্রেস বিজ্ঞপ্তি:
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে অমর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো কক্সবাজারের নাম করা চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান হোপ ফাউন্ডেশন। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামানের নেতৃত্বে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় হোপ ফাউন্ডেশনের আরো অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান বলেন, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের সুনার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে হোপ ফাউন্ডেশন। সে পর্যায় থেকে দেশের সব জাতীয় দিবসগুলো প্রতিবছর যথাযথ সম্মানের সাথে পালন করে হোপ ফাউন্ডেশন। আমরা সেভাবে আমাদের হিরো ভাষা শহীদদের সম্মান জানিয়েছি।
উল্লেখ্য, ২০০০ সালে কক্সবাজারের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী ডা. ইফতিখার মাহমুদ
হোপ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশনের পরিচালনায় ক্ষুদ্র পরিসর থেকে শুরু করা হোপ হসপিটাল আজ বিশাল হাসপাতালে পরিণত হয়েছে। রামু চেইন্দায় অবস্থিত হোপ হসপিটালে নারী ও শিশুদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য লোকজনকেও স্বল্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।