প্রেস বিজ্ঞপ্তি :

টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে তিন দিন ব্যাপী ২১তম ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলনের প্রথম দিন সম্পন্ন হয়েছে। ২১ ফেব্রুয়ারি হোয়াইক্যং আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী এ মহা সম্মেলন প্রধান মেহমান ছিলেন কুয়াকাটা থেকে আগত আল্লামা মুফতি মাহফুজুর রহমান জাবের, অন্যান্য বক্তাদের মধ্যে বয়ান পেশ করেন ঢাকা থেকে আগত আল্লামা তাফাজ্জুল হোসেন রায়পুরী, নারায়ণগঞ্জ থেকে আগত মুফতি মাকছুদুল হক ফরিদপুরী। এতে বিশিষ্ট্য সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীন শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট্য সমাজ সেবক জুনায়েদ আলী চৌধুরী।

দ্বিতীয় দিনে বক্তাদের মধ্যে রয়েছেন ঢাকার মুফতি হেদায়তুল্লাহ আজাদী, বাঁশখালীর আল্লামা আশরাফ আলী গাজী, ঢাকার আল্লামা মুফতি সালমান ফারসী। এতে সভাপতিত্ব করবেন সাবেক মেম্বার কবির আহমদ চৌধুরী, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ¦ আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।

শেষ দিনের বক্তাদের মধ্যে রয়েছেন কুয়াকাটার আল্লামা হাফিজুর রহমান সিদ্দীক, টেকনাফ জামেয়ার আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক, ঢাকার হাফেজ ইব্রাহীম খলিল মাদানি। এতে সভাপতিত্ব করবেন আমতলী সমাজ পরিচালনা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার সভাপতি হারুনর রশিদ সিকদার। এ ইসলামী মহাসম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সকলকে সবিনয় অনুরুধ জানিয়েছেন আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের সভাপতি মোঃ তাহের।