নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদরাসায় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী মাদরাসা প্রাঙ্গনে ভারপ্রাপ্ত সুপার মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইবিএফ কক্সবাজার প্রকল্পের সমন্বয় কর্মকর্তা মাহফুজুল করিম।
বিশেষ অতিথি ছিলেন আইবিএফ কক্সবাজার প্রকল্পের হিসাব কর্মকর্তা কায়সার বিন কাসেম।
একুশের দিনের কর্মসূচির মধ্যে ছিল -জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কুরআনখানি, ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দু’আ মাহফিল ও মুনাজাত।
সবশেষে অনুষ্ঠিত হয় মহান ভাষা দিবসের তাৎপর্য্য নিয়ে আলোচনা সভা ও র‌্যালী।
ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদরাসার উদ্যোগে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর কর্মসূচির মধ্যে অন্যতম ছিল গ্রুপ ভিত্তিক রচনা প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ‘ক’ গ্রুপ-৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ৩ জন এবং ‘খ’ গ্রুপ ৭ম থেকে ১০ম পর্যন্ত ৩ জন শিক্ষার্থী পুরস্কার পায়। আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে সবারপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা বশির উদ্দিন। প্রতিষ্ঠানের এই ধারা অব্যাহত রাখতে তিনি সবার পরামর্শ ও দোয়া কামনা করেছেন।