নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের ২নং ওয়ার্ডের দক্ষিন বিছামারা গ্রামের বিএলঅারঅাই ও প্রানীসম্পদ অধিদপ্তরের সংলগ্ন বিলের সরকারি খাস জমি দখল করে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্রিষ্ট প্রসাশনের ও ভূমি অাফিসের সার্ভেয়ারের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খনন বন্ধ করে দিলেও নিষেধাজ্ঞা অমান্য করে আবারো পুকুর খনন করা হচ্ছে।

ওই এলাকার অাব্দুল ছালামের ছেলে শাহ অালম নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে এভাবে খাস জমি দখল করে পুকুর খনন করছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দক্ষিন বিছামারা বিলে খাস জমি দখল করে পুকুর খনন দেখতে যাওয়া হলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা সার্ভেয়ার মনিরজ্জামান কে বারবার মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাযনি। ভুমি অফিসের সংশ্রিষ্ট এক কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে শুনেছি। শুনে ওই পুকুরের খনন কাজ বন্ধ রাখার নির্দেশ ও দিয়েছি। তারপরও কিভাবে পুকুর খনন করা হচ্ছে তা খতিয়ে দেখা হবে।