মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারী সকাল ৯ টায় এক বর্ণাঢ্য বর্ণমালা মিছিল বের করে। মিছিলটি সার্কিট হাউস হিল ডাউন অরুণোদয় স্কুল থেকে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেয়ার মাধ্যমে শেষ হয়।

বর্ণাঢ্য বর্ণমালা মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহজাহান আলী, আইন বিভাগের চেয়ারম্যান রাজিদুর রহমান এবং আইন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্ধ।
এসময় মিছিলে অংশগ্রহণকারী সবার হাতে মাতৃভাষা বাংলা বর্ণমালা ও ভাষা শহীদদের স্মরণে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়।
ডিসি কামাল হোসেন মুজিব বর্ষে ভাষা দিবসে এই সুন্দর উদ্যোগের জন্য সিবিআইইউ আইন বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
আইন বিভাগের চেয়ারম্যান রাজিদুর রহমান বর্ণমালা মিছিল আয়োজক ও বর্ণমালা মিছিলের অতিথিগণ ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।