মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল অরুণোদয় এর শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক ভাষা দিবস পালন করেছে। তারা কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল’ ক্লাব আয়োজিত বর্ণমালার মিছিলেও অংশ নেয়। এসময় অরুণোদয় এর প্রতিষ্ঠাতা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন মহান ভাষা শহীদদের স্মরণ করে অরুণোদয় এর শিক্ষার্থীদের উদ্দেশ্য ইতিহাস ও উৎসাহব্যঞ্জক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানমালায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তী রায়, এডিসি (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি, এডিসি (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ, কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন, অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক শাহজালাল, অরুণোদয় এর শিক্ষার্থী সাফওয়ান এর মাতা ও এডিএম’র সহধর্মিণী বেগম শাজাহান আলি, অরুণোদয় এর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানমালা পালনকালে অরুণোদয় এর শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে আনন্দ, কোলাহলে মেতে উঠে।