মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া:

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধিন চকরিয়া উপজেলার কাকারা বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে পৃথক দুদিনে দুটি অভিযানে ২০টি অবৈধ বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ। বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুল ইসলামের নির্দেশে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ) এবং ১৭ (ফেব্রুয়ারি ) মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্য্যন্ত এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় কাকারা বন বিটের ছাইল্লাতলী ঘোনা এলাকা থেকে ২২টি অবৈধ বসতি (ছাপলা ঘর) উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কাকারা বন বিটের সংরক্ষিত বনাঞ্চল (আর,এস দাগ, নং ৪৮৫০ খতিয়ান) ছাইল্লাতলী ঘোনা এলাকায় বন বিভাগের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বেশকিছু অবৈধ বসতি (ছাপলা ঘর) গড়ে তুলে কতিপয় ভূমিদস্যু। পরে বিষয়টি নজরে আসার পর কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুল ইসলামের নির্দেশে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও মঙ্গলবার পৃথক দু‘দিন সকাল থেকে দুপুর পর্য্যন্ত অভিযান চালিয়ে চালিয়ে ওইসব বসতি উচ্ছেদ করা হয়। এ সময় স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত প্রদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উচ্ছেদ অভিযানে স্থাণীয় কাকারা বনবিট কর্মকর্তা হুমায়ুন করিবসহ বন বিভাগের বন প্রহরীরা অংশগ্রহন করেন।