সংবাদ বিজ্ঞপ্তি :

দীর্ঘ ৫৪ বছর পর কেন্দ্রীয় আদলে দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার পেয়েছে কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়। এতে আনন্দে আত্মহারা পৌরসভা পরিচালিত এই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা কৃতজ্ঞতাও জানিয়েছেন মেয়র, কাউন্সিলরসহ পৌর পরিষদের প্রতি। ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকেলে ফলক উন্মোচনের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেয়র মুজিবুর রহমান। এ উপলক্ষ্যে শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়। এসময় পৌর কাউন্সিলর আকতার কামাল আজাদ, কাজী মোরশেদ আহমদ বাবু, জাহেদা আকতার, পৌরসভার সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, মেয়র পিএ রূপনাথ চৌধুরীসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২১ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৬টায় শিক্ষক-শিক্ষার্থীরা আনুষ্ঠানিক ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পনের মধ্যদিয়ে নবনির্মিত এ শহীদ বেদির যাত্রা শুরু হবে।

১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণ করতে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ শহীদ মিনারটি পেয়ে বেশ খুশি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।