কক্সবাজার জেলার সর্ব প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সবার কাছে অতি পরিচিত অনলাইন মিডিয়া সিবিএন এর আত্নপ্রকাশ যার হাত ধরে অধ্যাপক আকতার চৌধুরী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।তার পাশাপাশি বার্তা সম্পাদক হিসেবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের ইমাম খাইর তাকেও অভিনন্দন।

একটি প্রতিষ্ঠানের ১২ বছর বা একযুগে পদার্পণ সত্যি আনন্দের ও গৌরবের।
অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের এই অবস্থানে সিবিএন।আজকের এই্ মহান দিনে আমি একজন পাঠক হিসাবে সকল পাঠককে শুভেচ্ছা জানাচ্ছি।সিবিএন এর এক যুগ উপলক্ষে ১২ বছর বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন রামুর কচ্ছপিয়ায় কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা শামশুল আলম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আপনারা প্রতিমুহূর্তে নিজ এলাকার সংবাদ পাওয়ার উপযুক্ত ও মাধ্যমে সিবিএন। অনুসন্ধানী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সিবিএন সব সময় আপোষহীন ভূমিকা পালন করে আসছে। ছাত্রনেতা শামশুল বলেন, সঠিক সংবাদ প্রকাশে চ্যালেঞ্জের মাঝেও দশটি বছর পার করা খুবই সাহসীকতার বিষয়। সিবিএন সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সিবিএন এর আগামীর দিনগুলো হোক আরো সফলতা ও সমৃদ্ধির।

সিবিএনের আগামীর দিনগুলো আরো উজ্জল হউক।

শুভেচ্ছান্তে
শামশুল আলম
সমাজ সেবক কচ্ছপিয়া ইউনিয়ন।
রামু,কক্সবাজার।