পর্যটন শহর কক্সবাজার থেকে সর্বপ্রথম যে অনলাইন পত্রিকাটি সত্য, সাহস,বস্তুনিষ্ঠ সংবাদ ও নিপীড়িত মানুষের কাছে গ্রহনযোগ্যতা লাভ করে গনমানুষের পক্ষে কথা বলার সেই কক্সবাজার নিউজ ডটকম সিবিএন আজ সফলতার ১১ বছর পার করেছে। দুর্ণীতিবাজ,জুলুমকারী, অন্যায়কারীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ১২ বর্ষে পর্দাপন করছে (সিবিএন)।

সমাজে ঘটে যাওয়া ঘটনার তাৎক্ষণিক আপডেট সংবাদ পাঠক মহলের মন জয় করতে পেরেছে সিবিএন। এক সময়ের অবহেলিত সমাজ থেকে প্রকাশিত হওয়া অনলাইনটি আজ লক্ষ লক্ষ পাঠকের কাছে জনপ্রিয় ও সর্বাধিক পঠিত হিসাবে সুনাম অর্জন করার পাশাপাশি সমাজের অসঙ্গতি তুলে ধরে সংশ্লিষ্টদের নজরে এনে উন্নয়ন বঞ্চিত এলাকায় উন্নয়ন সাধিত করে চলছে। রাজনীতি, ক্রীড়া,সংস্কৃতি, ধর্ম, রাজনীতি,কৃষি, অর্থনীতি, বিনোদন এবং সামাজিক মুলক সংবাদও নিয়মিত ভাবে আপডেট করে যাচ্ছে সিবিএন, তার জন্য অনলাইনটি সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ।

তথ্য প্রযুক্তি নির্ভর দেশে সিবিএন আজ দেশ-বিদেশের পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
পরিশেষে এই কামনা করি, সত্য,সাহস,বস্তুনিষ্ঠ, সমাজের অবহেলিত ও অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার জন্য যুগ যুগ বেঁচে থাকুক এ প্রত্যাশায়।

শুভেচ্ছান্তে
জসিম মাহমুদ
দৈনিক কক্সবাজার
টেকনাফ প্রতিনিধি ও
টেকনাফ সাংবাদিক ইউনিটির
সহসাংগঠনিক সম্পাদক