যমুনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, কারো প্রতি কোন ধরণের বিদ্বেষ নিয়ে চলেন না তিনি, নেই কোনো প্রতিশোধ স্পৃহা। কেবল যেখানে অন্যায় হয়েছে সেখানে ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করছেন।

আজ সংসদ অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণের ওপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূলতা মোকাবেলা করেই এগিয়ে যাওয়া বাংলাদেশ এখন সিঙ্গাপুরের চেয়েও অর্থনৈতিকভাবে শক্তিশালী। করোনাভাইরাস মোকাবেলায় সরকার সব ধরণের কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলেও সংসদকে জানান শেখ হাসিনা।

বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ওপর নির্যাতন-নিপীড়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, শোক-ব্যথা ভুলে মানুষের জন্য কাজ করছেন তিনি। সন্ত্রাস-জঙ্গিবাদের মত ধর্ষকদের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী।