মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সভাপতি পদে সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট নুরুল মোর্শেদ আমিন ও সাধারণ সম্পাদক পদে সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল আনোয়ারকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার ১৭ ফেব্রুয়ারী রাত্রে সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি এডভোকেট আবুল আলার সভাপতিত্বে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির হল রুমে ২ শতাধিক আইনজীবীর সর্বসম্মতিক্রমে অনুষ্ঠিত প্যানেল নির্ধারণী সভায় এ মনোনয়ন দেওয়া হয়।

সভায় সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম সিদ্দিকী, সাবেক পিপি ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক সভাপতি এডভোকেট ছৈয়দ আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম উল্লাহ, সাবেক সহ সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, এডভোকেট সিরাজুল ইসলাম (৪), এডভোকেট ছালামতুল্লাহ রানা, এডভোকেট শাহাবুদ্দীন, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট সাদেক উল্লাহ, এডভোকেট ইব্রাহিম খলিল, এডভোকেট রমিজ আহমদ, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট নুরুল সুলতান, সমিতির বর্তমান আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, এডভোকেট নেজামুল হক, এডভোকেট সেলিম উল্লাহ, এডভোকেট আবদুর রহমান, এডভোকেট মোক্তার আহমদ, এডভোকেট সেলিম উল্লাহ বাহদুর, এডভোকেট নুরুল ইসলাম (২) এডভোকেট আবদুল কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।
প্যানেল নির্ধারনী সভায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সভাপতি পদে মনোনয়ন প্রাপ্ত সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট নুরুল মোর্শেদ আমিন ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রাপ্ত সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল আনোয়ার নির্বাচনে ভোট, দোয়া ও সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৭১৩ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৬৬৬ জনের। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে ৪৭ জনের।

নির্বাচনে আগামী ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল, ১৯ ফেব্রুয়ারী বুধবার মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ ফেব্রুয়ারী বেলা ১ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ও একইদিন বেলা ২ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামী ২৪ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের পরিচিতি সভা। আগামী ২৯ ফেব্রুয়ারী শনিবার পৃথক ২ টি ভোট কেন্দ্রে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহন করা হবে।