হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে রীতিমত চমক সৃষ্টি করেছেন ছেপটখালী কা’ব বিন মালেক (রা:) মাদ্রাসা ও হেফজখানার শিশু ছাত্র ওয়াহেদুল ইসলাম। সর্বশেষ ১৩ ফেব্রুয়ারী টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া অনুষ্টিত জমিয়তুল হুফফাজ ফাউন্ডেশন কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ান’ হয়ে স্বর্ণপদক লাভ করেছেন শিশু ছাত্র হাফেজ ওয়াহেদুল ইসলাম (১২)।

মাদ্রাসার পরিচালক (মুহতমিম) আলহাজ¦ মাও. রফিকুল ইসলাম জানান, ৩১ অক্টোবর টেকনাফের সদর ইউনিয়ন মহেশখালীয়পাড়া বড় মাদ্রাসায় অনুষ্টিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারায় অংশ নিয়ে ছেপটখালী কা’ব বিন মালেক (রা:) মাদ্রাসা ও হেফজবিভাগের ছাত্র হাফেজ ওয়াহেদুল ইসলাম ১ম স্থান এবং হাফেজ দেলোয়ার হোছাইন ২য় স্থান লাভ করে।

১৮ অক্টোবর টেকনাফের বাহারছড়া শামলাপুর ছাত্র কল্যাণ পরিষদ কতৃক আয়োজিত মেধা অম্বেষণ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী উম্মে আয়মন ও জন্নাতুন নাঈম ট্যালেন্টপুল এবং মোঃ ইয়াকুব, জিয়াউল হক, আশ্রফিয়া কাউসার সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

২ জানুয়ারী কক্সবাজার ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টার কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারায় অংশ নিয়ে হাফেজ ওয়াহেদুল ইসলাম ১ম স্থান লাভ করে।

১৬ জানুয়ারী উখিয়া উপজেলার থাইংখালী দারুততাহজীব মাদ্রাসায় হিফজুল কুরআন সংস্থা কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারায় হাফেজ ওয়াহেদুল ইসলাম ১ম স্থান, হাফেজ দেলোয়ার হোছাইন ৩য় স্থান এবং ২০ পারায় অংশ নিয়ে আমিনুল ইসলাম ১ম ও মোঃ হারেছ ৩য় স্থান লাভ করে।

১৯ জানুয়ারী উখিয়ার হাজীরপাড়া সীরাত কমিটি কমিটি কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ ওয়াহেদুল ইসলাম ১ম স্থান এবং হাফেজ দেলোয়ার হোছাইন ২য় স্থান লাভ করে।

২৭ জানুয়ারী কক্সবাজার দারুল আমান একাডেমী কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ দেলোয়ার হোছাইন ৩য় স্থান লাভ করে।

৩১ জানুয়ারী কক্সবাজার বদরে মোকাম জামে মসজিদে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ ওয়াহেদুল ইসলাম ১ম স্থান লাভ করে।

৮ ফেব্রুয়ারী অনুষ্টিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারায় চট্রগ্রাম বিভাগে হাফেজ ওয়াহেদুল ইসলাম ১ম স্থান লাভ করে।

৯ ফেব্রুয়ারী কক্সবাজারে অনুষ্টিত পিএইচপি কুরআনের আলো এনটিভি হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারায় হাফেজ ওয়াহেদুল ইসলাম ১ম স্থান লাভ করে।

সর্বশেষ ১৩ ফেব্রুয়ারী টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া অনুষ্টিত জমিয়তুল হুফফাজ ফাউন্ডেশন কতৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ ওয়াহেদুল ইসলাম ১ম স্থান অধিকার করে ‘চ্যাম্পিয়ান’ হয়ে স্বর্ণপদক লাভ করে।

অসাধারণ এই কৃতী শিক্ষার্থী হাফেজ ওয়াহেদুল ইসলামের বাড়ি উখিয়া উপজেলার অজপাড়া ছেপটখালী গ্রামে। বাবা মুফিদুল আলম সিকদার ফোরম্যান হিসাবে কর্মরত ও মা শাহিনা আক্তার গৃহিণী। সংসারে দুই পুত্রের মধ্যে হাফেজ ওয়াহেদুল ইসলাম বড়। ছোট ছেলে সাইদুল ইসলাম (৪)।