ছবি : অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন রাজমিস্ত্রি ও ওয়ার্কশপ মালিকগণ

বার্তা পরিবেশক :

শহরের কলাতলির রপসীবাংলা হোটেলে এনবিসি ট্রেডার্সের সৌজন্যে অর্ধ শত রাজমিস্ত্রি ও ওয়ার্কশপ মালীকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক কক্সবাজার পৌরসভার সুযোগ্য মেয়র মুজিবুর রহমান পুত্র শহরের বিমানবন্দর সড়কস্থ এনবিসি ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক হাসান মেহেদী রহমান আধুনিক পরিকল্পিত , টেকসই দালান নির্মাণ এবং প্রিয় কক্সবাজাকে গড়তে রাজমিস্ত্রি ও ওয়ার্কসপ মালিকদের ভুমিকা ও অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। পাশাপাশি উন্নত প্রযুক্তির রড-সিমেন্টের ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। প্রসিদ্ধ স্টিল কোম্পানী বিএসআরএম এবং শফিক ট্রেডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনবিসি ট্রেডার্সের অন্যতম পরিচালক যথাক্রমে রাশেদ কাইয়ুম, ইমরানুল হক, আহমে শাকিল প্রমুখ। বক্তব্য রাখেন বিএসআরএম এর সেলস এক্সিকিউটিভ নুরুল ইসলাম সোহেল, প্রোডাক্ট ইজ্ঞিনিয়ার ফাহিম আহমেদ খান, এস বেগ এন্ড কোং এর স্বত্বাধিকারি আতিকুর রহমান শিবলী, এস বেগ এন্ড কোং তত্বাবধায়ক সৈয়দ রাশেদুল হক সোহেল সহ অর্ধ শতাধিক বিভিন্ন এলাকা থেকে আগত রাজমিস্ত্রি ও বিভিন্ন ওয়ার্কশপের মালিকগণ। অনুষ্ঠান শেষে এনবিসি ট্রেডার্সের সৌজন্যে সকলের জন্য নৈশভোজের আয়োজন এবং সকলের হাতে উপহার সামগ্রী তুলে দেন পৌর মেয়র তনয় হাসান মেহেদী রহমান।