১৪ ফেব্রুয়ারি সিবিএন এর জন্মদিনে শুভেচছা জানাই। সিবিএন জাতির অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা রাখুক এ জাতির কল্যানে। কবি সুফিয়া কামালের মত সিবিএন এর নিকট আমার প্রত্যাশা –

কহিল সে সুদূরে চাহিয়া-
“অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”
কহিলাম,“ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি,
বসন্ত- বন্দনা তব কন্ঠে শুনি- এ মোর মিনতি।”

সিবিএন এর পথচলা সুন্দর হোক এ প্রত্যাশা থাকলো।

মুফিদুল আলম
প্রধান রাজস্ব কর্মকর্তা
চট্রগ্রাম সিটি কর্পোরেশন।