মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন থানাগুলোর মধ্যে এই প্রথমবারের মতো একজন নারী অফিসার ইনচার্জ (ওসি) পদে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের উখিয়া থানার ওসি পদে যোগদান করেছেন চট্টগ্রামের মেয়ে মর্জিনা আক্তার মর্জু।

এর আগে গত বুধবার কক্সবাজারের উখিয়া থানার ওসি পদে মর্জিনা আক্তার মর্জুকে পদায়নের আদেশ হয়। সর্বশেষ কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন এ নারী পুলিশ কর্মকর্তা।

চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় দুই বছর ওসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে যাওয়া মর্জিনা এখন থেকে উখিয়া থানা পুলিশের নেতৃত্ব দেবেন, অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে। অবশ্য নেতৃত্বদানের সহজাত গুণ তাঁর মধ্যে ছিল শিক্ষাজীবন থেকেই! ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা তিন বছর চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ ছাত্রী সংসদের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন মর্জিনা। মেধা, দক্ষতা ও সদিচ্ছা থাকলে নারীরাও যে নেতৃত্বদানে সক্ষম তা শিক্ষাজীবনে প্রমাণ দিয়ে এসেছেন পুলিশ কর্মকর্তা মর্জিনা আক্তার।

শিক্ষাজীবনে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন প্রথম শ্রেণীতে। এরপর পড়াশোনার পাশাপাশি স্কাউট আন্দোলনের সাথে যুক্ত হন। গার্ল ইন স্কাউটিং বিভাগের প্রথম ব্যাচের একজন ছিলেন মর্জিনা। ছিলেন লিডার ট্রেনার। অর্জন করেন উডব্যাজ। ১৯৯৫ সালে এইচএসসি’র ফলাফলে পান দ্বিতীয় বিভাগ। ১৯৯৮ সালে চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে দ্বিতীয় শ্রেণীতে ১০ম স্থান অর্জন করে বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে চট্টগ্রামের সর্বোচ্চ নাম্বার নিয়ে এমএ ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে চট্টগ্রাম সরকারী বিএড কলেজ থেকে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রি লাভ করেন।

এরপর ২০০৩ সালে সারদা পুলিশ একাডেমীতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০৪ সালে মর্জিনা আক্তার মর্জু বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগ দেন। শিক্ষানবীশ এসআই হিসেবে কক্সবাজার সদর ও রামু থানা কাজ করেন। চাকরি স্থায়ী হওয়ার পর মর্জিনাকে পদায়ন করা হয়, কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখায়। সেখানে দুই বছর কাজ করার সময় পুরো কক্সবাজারের প্রতিটি বাড়িতে গিয়ে গৃহপরিচারিকার তথ্য সম্বলিত ডাটাবেজ তৈরী করেন তিনি। তৎকালীন পুলিশ সুপার বনজ কুমার মজুমদারের দিক-নির্দেশনায় পুরো কক্সবাজারজুড়ে মাদকবিরোধী অসংখ্য অভিযান চালান।

২০০৫ সালের ১৭ আগস্ট কক্সবাজারে বোমা হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় ভয়ংকর জঙ্গিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণের জন্য দিনরাত কাজ করেন, জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করেন। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ২০০৭ সালে মামলাটির তদন্ত শেষে চার্জশিট দিয়েছিলেন তৎকালীন জেলা ডিবি পুলিশের এসআই মর্জিনা আক্তার মর্জু। শুধু তাই নয়, জঙ্গিদের মুখোমুখি দাঁড়িয়ে আদালতে সাক্ষীও দেন তিনি।

২০০৭ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং থানায় পদায়ন করা হয় মর্জিনাকে। এরপর ২০০৮ সালে কমিউনিটি পুলিশিং সম্পর্কে জানতে মর্জিনাসহ চার পুলিশ কর্মকর্তাকে নেপাল পাঠানো হয়। সেখান থেকে ফিরে নগরীর দামপাড়ায় পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষক হিসেবে পদায়ন করা হয় তাকে। এরপর ২০০৯ সালে মর্জিনাকে কোতোয়ালী থানায় বদলি করেন তৎকালীন চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার বনজ কুমার মজুমদার। কোতোয়ালীতে দুই বছর কাজের পর ২০১১ সালে সেকেন্ড অফিসার হিসেবে পাঁচলাইশে বদলী করা হয় মর্জিনাকে। উত্তর জোনে চাকরির ৩ বছর পূর্ণ পওয়ায় তাকে বদলি করা হয় বন্দর জোনের ডবলমুরিং থানায়। সেখানে কয়েক মাস কাজ শেষে ২০১২ সালে পাড়ি জমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সুদানে। মিশনে যাওয়ার ১৫ দিনের মাথায় পরিদর্শক হিসেবে পদোন্নতি পান মর্জিনা। ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানের দারফুরে ছিলেন। দায়িত্ব পালন করেন হিউম্যান রাইটস অফিসার, মুভকন অফিসার ও সর্বশেষ জেন্ডার অফিসার হিসেবে।

২০১৪ সালে শান্তিরক্ষা মিশন থেকে ফেরার পর তাকে ১১ এপিবিএনে পদায়ন করায়, সেখান থেকে রিক্যুইজিশন দিয়ে তাকে সিএমপিতে নিয়ে আসেন তৎকালীন সিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। এরপর ২০১৪ সালের ৩০ এপ্রিল সদরঘাট থানায় নতুন করে সৃষ্ট পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয় মর্জিনা আক্তার মর্জুকে। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালের ২৮ এপ্রিল একই থানায় তাঁকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। প্রায় দুই বছর ওসি হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৮ সালের ২৬ জানুয়ারি মর্জিনাকে সিএমপির বিশেষ শাখায় বদলি করা হয়। বছর দেড়েক দায়িত্বপালনের পর চট্টগ্রাম রেঞ্জ হয়ে কক্সবাজার জেলায় বদলি হন পুলিশ পরিদর্শক মর্জিনা। পরে উখিয়ার ওসি পদে তার পদায়ন হয়। শুধু কক্সবাজার জেলা নয়, চট্টগ্রাম রেঞ্জে এই প্রথম ওসি হিসেবে একজন নারী দায়িত্ব পেয়েছেন বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

১৭ বছরের পুলিশ জীবনে অনেক প্রাপ্তি মর্জিনার। খোলাসা করে বলা যাক তাঁর অর্জনের কথা। ২০১৩ সালে সুদানের দারফুরে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতিস্বরুপ ‘শান্তি পদকে’ ভূষিত হন মর্জিনা। মাঠ পর্যায়ে সুনামের সাথে কাজ করা ও পুলিশি তদন্তে দক্ষতার স্বাক্ষর রাখা ও সাহসিকতার জন্য তাকে ‘উইমেন পুলিশ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০১৬ সালের ৩১ মার্চ বাংলাদেশ পুলিশে প্রথমবারের মত এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২০১৬ সালের ১৭ মে দেশে কর্মরত একমাত্র নারী ওসি মর্জিনাকে স্মারক কয়েন ও ফুল দিয়ে সংবর্ধিত করতে চট্টগ্রামের সদরঘাট থানায় গিয়েছিলেন উইলিয়াম স্কট কর্টিজি। তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিসটেন্ট প্রোগ্রামের সিনিয়র ল এনফোর্সমেন্ট এডভাইজার। থানার প্রধান হিসেবে একজন নারীকে পদায়ন করায় সেসময় সিএমপি কমিশনার ইকবাল বাহার ও বাংলাদেশ পুলিশের প্রশংসাও করেছিলেন উইলিয়াম।

২০১৬ সালের ৯ থেকে ১৩ অক্টোবর স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের (আইএডব্লিউপি) ৫৪তম বার্ষিক সম্মেলন। এতে বাংলাদেশ থেকে অংশ নেওয়ার আমন্ত্রণ পান ডিআইজি মিলি বিশ্বাস, সদর দপ্তরের দুইজন এআইজি, ডিএমপির একজন এডিসি ও সিএমপির তৎকালীন পরিদর্শক মর্জিনা। মাঠপর্যায়ে কর্মরত নারী পুলিশ সদস্যদের মধ্যে থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা গ্রামে ১৯৭৮ সালের ৩ নভেম্বর জন্ম নেয়া মর্জিনা আক্তার মর্জু আট ভাইবোনের মধ্যে পঞ্চম। বাবা মোহাম্মদ রফিক মারা গেছেন। মা জয়নব বেগম বেঁচে আছেন। ২০০৮ সালে ব্যাংকার আরিফুল আজমের সঙ্গে মর্জিনা সংসারজীবনে প্রবেশ করেন। একটি বেসরকারি ব্যাংকে ঊর্ধ্বতন পদে কর্মরত আছেন আরিফুল আজম। তাঁদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। একজন নুজহাত মার্জিয়া আজমি (১০), আরেকজন আজলান মালিক আবির (৭)।

প্রচলিত একটি কথা আছে; আইন হচ্ছে গরীবের জন্য মাকড়সার জাল, আর ধনীদের জন্য মুক্ত আকাশ! এ কথার সাথে একমত পোষন করেন ওসি মর্জিনা; এ প্রসঙ্গে সিবিএন-কে বলেন, ‘টাকা না থাকায় আইনী সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে গরীব মানুষরা পিছিয়ে পড়েন। তাই আমার থানায় কোন অসহায় মানুষ আসলে, সবার আগে তার কাজটা করবো। সবসময় অসহায়, নির্যাতিতদের পাশে থাকার চেষ্টা করবো।’