‘হাতি’

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫৬ , আপডেট: ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১২:০৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


মুহম্মদ নূরুল ইসলাম

হাবশি রাজা আবরাহা করেছিলো ক্রুর চাল,
তেড়ে এলো সাথে নিয়ে বিশাল হাতির পাল।
আল্লাহ্র ঘর ক্বাবা করবে ধুলিস্মাৎ,
রবের রোষানলে সে নিজেই ভূমিস্মাৎ।
ছোট ছোট পাখি, নাম তার আবাবিল,
ঠোঁটে করে নিয়ে এলো পাথরের ঢিল।
ঢিল ছুঁড়ে হাতিগুলোর ভেঙ্গে দিলো শূড়,
আবরাহার প্রাণ নিয়ে আযরাইল দেয় দৌঁড়।
তৃণবৎ বিনাশ হলো মত্ত হাতিরপাল,
আল্লাহ্র ঘর ক্বাবা রয়ে গেলো বহাল।
(সূরা আল-ফিলের ভাবানুবাদ)
* কুরআন করীমের ১০৫ নম্বর সূরা ফিল। সূরা ফিল মক্কী সূরা। এই সূরায় পাঁচটি আয়াত আছে। আরবি ফিলের অর্থ হাতি। শেষ ননি হযরত মুহাম্মদ মোস্তফা সা.-এর জন্মের এক বছর পূর্বে অর্থাৎ ৫৭০ থ্রিস্টাব্দে ইয়ামেনের হাবশী বাদশা আবরাহার আল্লাহ্ও ঘর ক্বাবাকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে ৬০ হাজার পদাতিক সৈন্য, ১৩টি হাতি সহকাওে মক্কার পথে রওয়ানা হয়। আবরাহার বাহিনী মুযদালিফা ও মিনার মধ্যবর্তী মহাসাব উপত্যকায় পৌঁছলে রাব্বুল আলামীনের নির্দেশে ছোট আকৃতির লাখ লাখ আবাবিল পাখি আবরাহানার বাহিনীকে শুকনো তৃণের মতো ধ্বংস করে দেয়। আবরাহা নিজেও খাশআম নামকস্থানে গিয়ে মারা যায়।

মুহম্মদ নূরুল ইসলাম
সাংবাদিক, লেখক ও গবেষক
সভাপতি, কক্সবাজার সাহিত্য একাডেমি।