নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল নৃত্য, গান, কৌতুক ইত্যাদি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মাহবুবর রহমান।
স্কুল পরিচালনা কমিটির প্রেসিডেন্ট কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -স্কুলের পরিচালক (প্রশাসন) আবু বকর ছিদ্দিক খোকন, পরিচালক মহিউদ্দিন চৌধুরী, ছৈয়দুল হক আজাদ, অধ্যাপক ফরিদুল আলম, শাহেদুল ইসলাম, এআরএম শহীদুল ইসলাম চৌধুরী রাসেল।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুল কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক। স্বাগত বক্তব্য রাখেন  অধ্যক্ষ হেলাল উদ্দিন।
সন্ধ্যায় স্কুল আঙ্গিনায় আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ছোট্ট মনিদের মনোমুগ্ধকর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের আকর্ষণ করে। বিশেষ আকর্ষণ ছিল সম্ভাবনাময় শিশুদের কণ্ঠে গান ও নৃত্য।
সাংস্কৃতিক সন্ধ্যায় গানেগানে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।