মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

চ.বি শিক্ষার্থী নিয়ে আসা একটি বাস পড়ে গেলে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের হাটহাজারী উপজেলা হাসপাতাল,চমেক হসপিটাল ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার মনিরা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুরের চেয়ারম্যানঘাটা এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বি আর টিসির বাসটিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ইয়াসিন(২৩) ইসমাইল(২১)মিরাজ(২১) রাইহান (২০) নাদিয়া(১৯) মোঃহাসান(২০) ফারহান আলম(১৯) সাকিব(২২) আরমান হোসেন(২১) নিপা,বাবুল(২০)  ‍নুসরাত সুলতান((১৯) বাবুল(১৯) আজম(২৩ )মোঃ ইসতেয়াক(১৮) আবিদ(২০) তানিম(১৯) তাপসির আকতার(২২) আরিফা(২০) শাহরিয়ার(২২) রফিকুল হাসান(২২) মোঃ রাসেল(২১)সহ ২২ জনকে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাতাব উদ্দীন।