প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৩ জনকে আটক করেছে। গত ১১ ফেব্রুয়ারী সকাল হতে ১২ফেব্রুয়ারী সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মাসুম খান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই সুমন তালুকদার, এসআই বেলাল উদ্দিন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৩৭ (২)২০২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (গ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। আব্দুল রাজ্জাক, পিতা-নুরুল হক সওদাগর, সাং-চাকমারকুল, থানা-রামু, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১২ (০১)২০২০, ধারা- ৩৯৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মনির আলম, পিতা-মমতাজ, সাং-গাজীর ডেইল, খুরুশখুল, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১৮ (০১) ২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। দোস্ত মোহাম্মদ, পিতা-দিল মোহাম্মদ, সাং-বাজালিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।