শাহেদ মিজান, সিবিএন:

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে কোস্টর্গাড। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সেন্টমার্টিনের বঙ্গোপসাগর থেকে তাকে উদ্ধার করা হয়। এ নিয়ে ৭৩ জনকে জীবিত ও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ। তিনি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুস শুকুরের ছেলে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সোহেল রানা বলেন, সেন্টমার্টিন কোস্টর্গাড স্টেশনের একটি টিম সকালে বঙ্গোপসাগর এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে তাকে টেকনাফ নেয়া হবে।

গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭৩ জনকে জীবিত এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার তৎপরতা চলছে। ওই ট্রলারে ১৩৮ জনের মতো লোক ছিল। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে।