প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৫ জনকে আটক করেছে। গত ৯ ফেব্রুয়ারী   সকাল হতে ১০ফেব্রুয়ারী সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ খায়রুজ্জামান,পুলিশ পরিদর্শক (অপারেশন্স)  মোঃ মাসুম খান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই আরফাতুল আলম, এসআই আরফাতুল আলম,এসআই আবু বকর সিদ্দিক,এসআই ধীমান বডুয়া,এসআই বেলাল উদ্দিন,এসআই সাইফুল ইসলাম,এএসআই মহিউদ্দিন বেগ,এএসআই মনিরুজ্জামান,এএসআই খলিলুর রহমান,জয়,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

১। সাহাব উদ্দিন,পিতা- মৃত খায়ের বাহমদ,সাং- পাসপাতাল রোড় বঙ্গপাহাড়,থানা ও জেলা-কক্সবাজার।

২। বাদশা মিয়া রফিক,পিতা- আব্দুল মালেক,সাং-মোহজাহের পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৩। মুবিন,পিতা-ছিদ্দিক মাঝি,সাংÑ নতুন অফিস,০৩নং ওয়ার্ড,ঈদগাঁও,থানা ও জেলা-কক্সবাজার।

৪। আব্দুল হামিদ,পিতা- মৃত মনিরুজ্জামান,সাংÑ দক্ষিণ তারাবনিয়ারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৫। মোঃ সাইফুল ইসলাম,পিতা-দানু মিয়া,সাং-দক্ষিন তারাবনিয়ারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৬। নুরুল হক,পিতা- বদরুজ্জামান,সাং- আব্দুর রহিম এর বাড়ী,থানা-রামু,জেলা-কক্সবাজার।

৭। মোঃ সামাদ,পিতা- আবদুস সালাম,সাংÑ ০৬নং ফিসারী ঘাট,০২নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৮। সাইফুর উদ্দিন,পিতা- নুরুন্নবী,সাং-বড়বাজার লাথুর বাড়ী,ওয়ার্ড নং- ৪,থানা ও জেলা-কক্সবাজার।

৯। কাংছি,পিতা- মৃত চুষি,সাং- বড়বাজার লাথুর বাড়ী,ওয়ার্ড নং- ৪,থানা ও জেলা-কক্সবাজার।

১০। শেফায়েত উল্লাহ,পিতা-মৃত আব্দুর শুক্কুর,সাং-ম্যাদার পাড়া চৌফলদন্ডী,থানা ও জেলা-কক্সবাজার।

সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। সাইফুল ইসলাম,পিতা-মৃত জয়নাল আবেদীন,সাং-সিকদার পাড়া চৌফলদন্ডী,থানা ও জেলা- কক্সবাজার।

২। মোঃ মোস্তাক,পিতা-মৃত বজল আহমদ,সাং-হাজী পাড়া,০২নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৩। খালেদা বেগম,স্বামীÑআব্দুর রহিম,সাং-আব্দুর রহিমের বাড়ী,দক্ষিন তাহের ঘোনা,তোতকখালী,থানা ও জেলা-কক্সবাজার।

৪। মমতাজ আহমদ,পিতা-আলী আহাং,ভারুয়াখালী ছোট চৌধুরী পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৫। ছিদ্দিক আহং,পিতা-মৃত আঃ করিম,সাং- বড় চৌধুরী পাড়া,ভারুয়াখালী,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।