মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশের তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি ও কাকরাইল মারকাজের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোজাম্মেল হক (৯৫) এর মৃত্যুতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাসিনা আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে নির্নাসনে থাকা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একান্ত সহকারী ছাফওয়ানুল করিম প্রদত্ত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। বিশিষ্ট আলেমেদ্বীন ও কামেল মাওলানা মোজাম্মেল হকের মৃত্যুতে শুধু জেলাবাসী নয়, পুরো দেশবাসী একজন দ্বীনের খাদেমকে হারাল বলে শোকবার্তায় উল্লেখ। যা সহজে পুরণ হবার নয়।

প্রসঙ্গত,বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও ঢাকাস্থ কাকরাইল মারকাজের কেন্দ্রীয় শূরা সদস্য ও ভারতের নিজামুদ্দিন তাবলীগ সদর দপ্তরের শুরা সদস্য মাওলানা মোজাম্মেল হক (৯৫) গত শনিবার ৮ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহি–রাজিয়ুন)। মরহুম মাওলানা মোজাম্মেল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার নতুন পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

রোববার ৯ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

মরহুম মাওলানা মোজাম্মেল হক তাবলিগের বাংলাদেশের সবচেয়ে প্রবীণ আলেম ও শুরা সদস্য। তিনি মুফতিয়ে আজম ফয়জুল্লাহ (রহ.)-এর অন্যতম খলিফা। এক সময়ের তাবলীগ জামায়াতের বিশ্ব আমীর হযরতজী মাওলানা এনামুল হাসান (রহ.)-কর্তৃক গঠিত বাংলাদেশের তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় শূরার আমৃত্যু অন্যতম সদস্য ছিলেন।