চকরিয়া সংবাদদাতা:
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ী রেঞ্জের জাতীয় উদ্যান এলাকা মেধাকচ্ছপিয়ায় অবৈধভাবে নির্মিত কয়েকটি স্থাপনা হয়েছে। শুক্রবার সকালে মেধাকচ্ছপিয়া বিট আওতাধীন পশুখাদ্যের বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করে বনবিভাগ।
জাতীয় উদ্যান এলাকা মেদাকচ্ছপিয়া বিটের ২০১৭-১৮ সালের পশু খাদ্যের বাগানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানা যায়। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর পায় কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও মোঃ তৌহিদুল ইসলাম। তাৎক্ষণিক ফুলছড়ী রেঞ্জে তদন্ত পূর্বক অভিযানের নির্দেশ দেন। এরপর চলে উচ্ছেদ অভিযান।
ফুলছড়ী রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া জানায়, শুক্রবার সকালে মেধাকচ্ছপিয়া বিটের আওতাধীন বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও’র নির্দেশনায় এ অভিযান চলে। এসময় অবৈধ ভাবে নির্মানাধীন মাটির ঘরসহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বনভূমি দখল করে কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।