সংবাদ বিজ্ঞপ্তিঃ
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী সকালে কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত, তানযীম সংগীত ও ক্রীড়া সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল হাফেজ রিয়াদ হায়দার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আলী তালুকদার।
তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পারফর্মেন্সে অামি সত্যিই মুগ্ধ। খেলাধুলা একটি দেশের জাতীয় পরিচয় বহন করে, দেশের অর্থনীতি বৃদ্ধি করে।
তোমাদেরকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কক্সবাজার শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দীন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগম।
তারা বলেন, খুব অল্প সময়ে মাদরাসা অনেক দূর এগিয়ে গেছে। জেনারেল আর হেফজের পাশাপাশি যেভাবে সমানভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। সেদিন বেশিদূর নয়, যেদিন প্রত্যেকই আশা করবে, তাদের সন্তান যেন অত্র মাদরাসায় পড়ে।
অভিভাবকবৃন্দ সন্তানদের ফারপর্মেন্স দেখে বক্তারা বলেন, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ গড়ার দায়িত্ব অত্র প্রতিষ্ঠানে প্রদান করে স্বার্থক।
অনুষ্ঠান পরিচালনা করেন কো-অর্ডিনেটর আবু সায়েম মুহাম্মদ ফোরকান ও আমিনুল হিফজ আব্দুল্লাহ আল মামুন।
প্রতিষ্ঠানের নাজেমে তা’লিমাত মিজানুর রহমানের পরিচালনায় ১৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক উভয়বিভাগে চমৎকার ইভেন্টসমূহে অংশ গ্রহণ করে।