মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ২ দিনের সফরে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী বিকেলে কক্সবাজার আসছেন। মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী সকালে খাগড়াছড়ি ও পরে রাঙ্গামাটি যাবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্থর স্থাপন ও জনপ্রতিনিধিদের সাথে চলমান বিভিন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় সভা করে সেখান থেকে একই দিন বিকেল ৪ টায় হেলিকপ্টার যোগে কক্সবাজার আসবেন। একইদিন সন্ধ্যা ৭ টায় তিনি কক্সবাজারে বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে উন্নয়ন সহযোগীদের সাথে এবং রাত ৮ টায় স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে সার্কিট হাউসে মতবিনিময় সভা করবেন। পরদিন শুক্রবার মন্ত্রী সকাল ১০ টায় উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। একইদিন বেলা ১২ টায় কক্সবাজারে এলজিইডি ও ডিপিএইসই’র বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় একটি প্রাইভেট বিমানে করে ঢাকার উদ্দেশ্য মন্ত্রী কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র একান্ত সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক সফরসূচীতে এ তথ্য জানা গেছে।