আবুল কালাম , চট্টগ্রাম :

চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয়পত্রের পরিক্ষায় ১৯৬ কেন্দ্রে ৩৯৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত পরিক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২য় দিন পার হলো।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলা দ্বিতীয়পত্রে মোট ১ লাখ ২০ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ৩৯৭ জন বাদে পরীক্ষায় বসেছে ১ লাখ ২০ হাজার ৫০১ জন।

এদিন সব চেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল চট্টগ্রামের ১১৬টি কেন্দ্রে ২৮৪ জন। এরপর যথাক্রমে কক্সবাজারের ২৭টি কেন্দ্রে ৬২ জন, খাগড়াছড়িতে২২টি কেন্দ্রে ২৭ জন, রাঙামাটিতে ১৯টি কেন্দ্রে ১২ জন এবং বান্দরবানে ১২টি কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার দ্বিতীয় দিন হাদিস শরীফ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে জেলা শিক্ষা অফিস।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন জানান, এবার হাদিস শরীফ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রামের ৩০টি কেন্দ্রে ১৪ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী।