নিজস্ব প্রতিবেদকঃ
সংবাদ প্রকাশের জের ধরে লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এবং দৈনিক সাঙ্গুর প্রতিনিধি জাহেদুল ইসলামকে মুঠোফোনে হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে জাহেদুল ইসলাম লোহাগাড়া থানায় জিডি করেছেন। যার নং- ১৬৯।

অভিযোগ সূত্রে প্রকাশ, দৈনিক সাঙ্গুর প্রথম পৃষ্ঠায় ‘লোহাগাড়ায় সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত হলে ট্রাক ড্রাইভার ও বৈদ্য পরিচয়ে  ০১৮৬৪- ১৪৯৬ ৯২, ০১৮২০- ৪২৪৫৬৬,০১৮১৮,৩৩৭৯৫৭ নম্বর থেকে প্রতিবেদককে হুমকি প্রদান করা হয় বলে জানা গেছে।

এ দিকে, এ ঘটনায় লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভেরর সৃষ্টি হয়।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম জানান, দিনদিন লোহাগাড়ায় সাংবাদিক বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে বলে বিভিন্ন অভিযোগ এসেছে। তবে সাংবাদিক জাহেদ পরিচ্ছন্ন সংবাদ তৈরি করেন। তবে তাকে হুমকি দেওয়াটা নিন্দানীয়। হুমকিদাতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, নিউজটি পত্রিকায় দেখেছি। ওরা কারা, নামসহ দিতেন।

তিনি আরো বলেন, চাঁদাবাজদের স্থান লোহাগাড়ায় নেই। তদন্ত স্বাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।